1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
শীতের রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান - kazipurtimes
January 9, 2026, 4:39 am

শীতের রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান

  • আপডেটের সময়: Wednesday, January 7, 2026
  • 58 সময় দেখুন

বেশ কয়েকদিন ধরে সিরাজগঞ্জের কাজিপুরে হিমেল বাতাস আর ঘনকুয়াশায় জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে পথে ঘুরে ঘুরে এতিম ছিন্নমূল, জেলে সম্প্রদায়, হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, এতিম, জেলে সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। উপজেলা কার্যালয় সুত্রে জানা যায়, গত রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় দিবাগত রাতেও এভাবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  আ.লীগ বিহীন কাজিপুরে কে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি!

কাজিপুর ইউনিয়নের মাসুদ মিয়া বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতেও পারি না। রাতে ইউএনও স্যার এসে শীতবস্ত্র-কম্বল দিছে। এতে আমাদের সবার উপকার হয়েছে। আমাদের পক্ষ থেকে ইউএনও স্যারের জন্য অনেক দোয়া রইলো। মেঘাই এতিম খানার পরিচালক ও শিক্ষক হাফেজ ও মাওলানা রকি বলেন, এক সপ্তাহ ধরে রাতে বৃষ্টির মতো যেমন কুয়াশা পড়ছে, তেমনি বাতাস বইছে। এতে বেড়েছে শীতের দাপট। আগুনের কাছে থাকলেও শীত কমে না। কম্বল পেয়ে এতিম ছাত্রদের খুব উপকার হয়েছে।

আরও পড়ুনঃ  আ.লীগ বিহীন কাজিপুরে কে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি!

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, শীতে এতিম ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা সরকারের দেওয়া শীতবস্ত্র-কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতেই বের হয়েছি। গত কয়েকদিন যাবত রাতে বের হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। কম্বল শেষ না হওয়া পর্যন্ত এভাবেই অসহায় ও ছিন্নমূল মানুষের কাছে বিতরণ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আ.লীগ বিহীন কাজিপুরে কে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি!

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST