আসছে ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অন্তবর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সংসদ নির্বাচন।
গত ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি -জামায়াতের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে নতুন পুরাতন অনেক রাজনৈতিক দল। এসব দলের সমন্বিত অংশগ্রহণ ও জোটের প্রার্থীরা এবারের নির্বাচনী মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছে।
আওয়ামী লীগ ও চৌদ্দ দলের জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন অপরাধ ও অভিযোগে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগ বিহীন নির্বাচনে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সারাদেশের মতোই নির্বাচনী হাওয়া লেগেছে সিরাজগঞ্জ -১ আসনে। স্বাধীনতার পর থেকেই এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি – জামায়াতের রাজনীতির নতুন দিগন্ত শুরু হয়েছে এ আসনটি ঘিরে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বড় এ দুটি রাজনৈতিক দলের প্রার্থীতা ইতোমধ্যে নিজেদের শক্তি,জনসমর্থনের জানান দিচ্ছে। এই দুই দলের পাশাপাশি এবি পার্টির শাব্বির আহমেদ তামিম, জাতীয় পার্টির মো. জহুরুল ইসলাম ও গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুনও রয়েছে ভোটের মাঠে।
নানা প্রতিশ্রুতি আর ইশতেহারের ফুলঝুরি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রার্থী ও সমর্থকরা।
সারাদেশের মধ্যে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি এবার কোন দলের দখলে যাবে এ নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ ভোটারদের কৌতূহলের শেষ নেই।
আসন্ন এ সংসদ নির্বাচনে আসনটিতে ৫জন প্রার্থীতা করলেও এখানের ভোটাররা মনে করছেন মূল লড়াই হবে ধানের শীষ- দাঁড়িপাল্লার।
Leave a Reply